স্বাধীনতা দিবসের আগেই টলিউডে ঠান্ডা লড়াই

স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট বাংলা সিনেমার দর্শকদের নিয়ে ফের এক জোর-লড়াই শুরু। ছবি দেব-শুভশ্রীর ‘রিয়েল ও রিল লাইফ’ মিশিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ‘ধূমকেতু’ বনাম শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনের থ্রিলার সিনেমা ‘রক্তবীজ-২’। স্বাধীনতা দিবস ঘিরে টানা তিনদিনের ছুটির বাজারে দেব-শুভশ্রীর ছবির প্রচার কৌশলে বিপণনে ভাগ বসিয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতার ছবির আবির-মিমি।

দেব-শুভশ্রীর মাখো মাখো প্রেমের ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। দেব-শুভশ্রী- টলিউডের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হৃদয়ের টানাপোড়েনের কাহিনি পর্দায় আসা নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি প্রচারের শীর্ষে। অনেকদিন পর একটি বাংলা সিনেমা মুক্তির আগে দর্শকমহলে ধূমকেতু এতটা ‘হাইপ’ যে উঠবে তা কল্পনা করতে পারেননি খোদ দেব-ভক্তরা। অনেকটা শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’ ছবির মতোই সকাল সাতটায় ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার আবেগে উত্তাল বাংলা সিনেমার দেব-শুভশ্রী ভক্তকুল। বস্তুত এই দু’জনের কেমিস্ট্রির আবেগ ধরে রেখেই এই প্রথম সাউথ সিটি মলের আইনক্সে ১৪ আগস্ট সকাল সাতটায় ধূমকেতুর প্রথম শো রাখতেই টিকিট হাউসফুল। অন্যদিকে আবার সাড়া জাগিয়ে আগামী ১৪ আগস্ট সকাল দশটায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ টু’র টিজার প্রকাশ করছেন। সকাল সাতটায় ‘ধূমকেতু’ রিলিজ হওয়ার তিন ঘণ্টার মধ্যে আবির-মিমি অভিনীত ‘রক্তবীজ-২’ টিজার রিলিজ হলে যে প্রচারের আলো অনেকটাই শিবপ্রসাদ-নন্দিতারা টেনে নেবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ, গতবছর দিল্লির শীর্ষ রাজনৈতিক হত্যার ষড়যন্ত্র ভেস্তে দেওয়া দুই অসম-ব্যক্তিত্বর জীবনকাহিনি এবং তাঁকে সাহসী তরুণ-তরুণীর সিনেমা-প্রেমের ছবি ছিল সুপার-ডুপার হিট।

এখনও বহু মানুষের মুখে মুখে ঘুরছে রক্তবীজের সেই সাসপেন্স। এবার সেই সুপারহিট ছবির সিকুয়েল ধরেই দেশ-বিদেশের নানা প্রেক্ষাপট মিলিয়ে ‘রক্তবীজ-২’ আসছে। পুজোয় আসবে আবির-মিমি জুটির এই থ্রিলার। ‘রক্তবীজ’ এর আগে সব ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে সুপারহিট ছিল। কিন্তু প্রশ্ন এখানেই, বেছে বেছে তার টিজার প্রকাশ ১৪ তারিখ সকাল ১০টায় কেন? মুখে কুলুপ উইন্ডোজের। তবে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ফ্যান-ফলোয়াররা যে এই ছবির টিজার ঘিরে সোশাল মিডিয়ায় ঝড় তুলবেন তা বলার অপেক্ষা নেই। দেব প্রযোজিত ‘ধূমকেতু’র পরই অবশ্য ইতিমধ্যে প্রচারে ঢুকে পড়েছে ঘাটালের সাংসদ অভিনীত ছবি ‘রঘু ডাকাত’।

পিছিয়ে নেই বাংলার ব্যান্ডিট কুইন ‘দেবী চৌধুরাণী’ ছবিতে শ্রাবন্তীর অভিনয়। গ্রামের মিষ্টি মেয়ে প্রফুল্ল থেকে দেবী চৌধুরাণীতে উত্তরণ, ভবানী পাঠকের হাত ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি এই ছবির বিষয়বস্তু। সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তৈরি ছবির চেনা চরিত্রকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুধু নতুন মোড়কে উপস্থাপন করেননি, মঙ্গলবার এক নতুন আঙ্গিকে প্রচারের কৌশল নিয়েছিলেন। ছবিটির টিজারের লিংক মাত্র আধঘণ্টার জন্য কলকাতায় বিশিষ্টদের কাছে পাঠিয়ে চমকে দিয়েছেন তিনি। ছবিতে তীক্ষ্ম তলোয়ার চালনা থেকে ঘোড়সওয়ারি, রক্তাক্ত মুখে হাড় হিম করা প্রতিশোধের আগুন চোখ থেকে ঠিকরে বের হওয়ার দৃশ্য দেখবেন দেবী চৌধুরাণীতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠকের চরিত্রে নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও দিনের শেষে তাঁর অভিনয় যে সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দেবে তা এদিন টিজার থেকে স্পষ্ট। তবে রঘু ডাকাত ও দেবী চৌধুরাণী ছাপিয়ে আপাতত চর্চায় ‘ধূমকেতু’ বনাম ‘রক্তবীজ-২’র ঠান্ডা লড়াই। ধূমকেতুতে আসল অস্ত্র যেখানে দেব-শুভশ্রী রিল ও রিয়েল লাইফের রসায়নজনিত কৌতূহল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনার গুণ, সেখানে রক্তবীজ আগের বারের মতোই টোটালিটিতে দুরন্ত, সঙ্গে শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনাও তাঁদের তুরুপের তাস। টলিউড ইন্ডাস্ট্রিতে আপাতত এই ঠান্ডা লড়াই নিয়ে জোর চর্চা শুরু।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জামিনে মুক্তি পেলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি Aug 14, 2025
img
ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে কাবুল! Aug 14, 2025
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হাইকোর্ট Aug 14, 2025
গুম পরিবারকে ৫ কোটি টাকা ও সরকারি চাকরির দাবি! Aug 14, 2025
img
চীনা নৌবাহিনীর তাড়ায় মাঝ সমুদ্র থেকে পালালো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ Aug 14, 2025
img
মহাকাশ স্টেশন রূপ নিলো বিয়ের মঞ্চে, বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে Aug 14, 2025
img
ট্রাম্পকে নোবেলের জন্য দুইবার মনোনয়ন দেওয়া উচিত, মোদির প্রতি জন বোল্টনের প্রস্তাব Aug 14, 2025
img
উপদেষ্টা পদ ছাড়ার পর কোন দলে যাবেন আসিফ মাহমুদ? Aug 14, 2025
img
শাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় : অপু Aug 14, 2025
img
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯ Aug 14, 2025
img
লুটের পাথর উদ্ধার, ২৪ ঘণ্টা যৌথবাহিনীসহ ৫ উদ্যোগ প্রশাসনের Aug 14, 2025
img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025