ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে উৎসাহিত করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরল ও মূল্যবান খনিজ পদার্থে প্রবেশাধিকার দেয়ার প্রস্তাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদন মতে, পুতিনের সাথে বহুল প্রত্যাশিত বৈঠকে তাকে ‘বেশ কিছু অর্থ উপার্জনে’র সুযোগ দেবেন ট্রাম্প। যার মধ্যে রয়েছে আলাস্কার প্রাকৃতিক সম্পদ মস্কোর জন্য উন্মুক্ত করা এবং রাশিয়ার বিমান শিল্পের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া।
এছাড়া রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলগুলোতে পুতিনকে বিরল খনিজ পদার্থে প্রবেশাধিকার দেয়ার প্রস্তাব করা হবে।
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আগে পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর পুতিনের উদ্দেশে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।
তবে কী পরিণতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। সম্প্রতি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এর জন্য গত ৮ আগস্ট পর্যন্ত সময়ও বেধে দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি।
বার্তায় দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও অংশ নেবেন বলে আশা তার। বলেন, দ্বিতীয় বৈঠক আরও ফলপ্রসূ হবে এবং তিনি নিজেও সেখানে উপস্থিত থাকতে আগ্রহী। ট্রাম্প জানান, বৈঠকের মূল লক্ষ্য হবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমাধানের পথ তৈরি করা।
পিএ/এসএন