সুনামগঞ্জের তাহিরপুরে বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে তাহিরপর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টায় উপজেলার বালিজুরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আতাউর রহমান বালিজুরী ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
তিনি জানান, তার নামে তাহিরপুর থানার মামলা রয়েছে। ওই মামলার তদন্তে সন্দিগ্ধ হওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এমআর