ভারতের ওপর ইতোমধ্যে আরোপ করা ৫০ শতাংশ শুল্ক আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যম ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।
স্কট বেসেন্ট বলেছেন, সবকিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের ওপর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ট্রাম্প ও পুতিনের মধ্যকার বৈঠকে ইতিবাচক সমাধান না এলে ভারতের ওপর আরেক দফা শুল্ক বাড়তে পারে বলে জানিয়েছেন বেসেন্ট।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো শুল্ক আরোপ করেছি। কিন্তু যদি পরিস্থিতি ঠিকঠাক না হয়, তাহলে নিষেধাজ্ঞা বা শুল্ক আরেক দফা বাড়তে পারে।
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য নিজেদের সেই অবস্থান থেকে সরিয়ে আনতে ভারতকে দেয়া ২১ দিনের সময়সীমা এখনো শেষ হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে দেশটিতে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সফল না হওয়ার ‘২৫ শতাংশ সম্ভাবনা’ রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘আন্তরিক’ প্রচেষ্টার প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কোন পর্যায়ে আছি, তা স্পষ্ট করতে এই আলোচনা ডাকা হয়েছে।’
এমআর