আজ বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন

বন্দর নগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় পেট্রোলিয়াম পাইপলাইনে সরবরাহ আজ (১৬ আগস্ট) থেকে চালু হবে।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃপক্ষ ১৬ আগস্ট থেকে ২৫০ কিলোমিটার দীর্ঘ তেল পাইপলাইনটি চালু করার প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর প্রকৌশলীদের সহায়তায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে পাইপলাইনটির নির্মাণ সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাইপলাইনটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বিপিসি।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম পয়েন্ট থেকে প্রধান অতিথি হিসেবে পাইপলাইনটি উদ্বোধন করবেন।

প্রকল্পের বিবরণ অনুসারে, পেট্রোলিয়াম ট্যাঙ্কারে তেল পরিবহনের ফলে আগে লোডিং এবং আনলোডিং প্রক্রিয়ার সময় দুইবার সময় ব্যয় হতো। এখন থেকে পাইপলাইন ব্যবহারের ফলে দূষণের হার কমবে।

এতে আরও বলা হয়, পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ২৪১ কিলোমিটারজুড়ে ১৬ ইঞ্চি ব্যাসের একটি পাইপ স্থাপন করা হয়েছে। গোদনাইল থেকে ৮.২৯ কিলোমিটার দূরে ফতুল্লায় একটি ডিপো স্থাপন করা হয়েছে, যেখানে ১০ ইঞ্চি ব্যাসের একটি পৃথক পাইপলাইন স্থাপন করা হয়েছে। ভূগর্ভস্থ পাইপলাইনটি ২২টি নদী ও খালের নিচ দিয়ে গেছে।

এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন নামে একটি পাইপলাইন ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য নির্মাণ করা হয়েছিল।

বিপিসি কর্মকর্তারা জানান, তারা এখন সমুদ্র থেকে অপরিশোধিত তেল খালাসের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করছেন।

বিপিসি কর্মকর্তাদের মতে, তেল ট্যাঙ্কারগুলো বন্দর শহর থেকে নারায়ণগঞ্জ নদী বন্দরে পেট্রোলিয়াম পরিবহনে অন্তত ২৪ ঘণ্টা সময় নেয়। সেখানে পাইপলাইনটি মাত্র চার ঘণ্টার মধ্যে তেল পৌঁছাতে সক্ষম।

বর্তমানে বিপিসি প্রতি বছর তেল ট্যাঙ্কারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে ৩২৬ কোটি টাকা ব্যয় করে। তবে পাইপলাইনটি চালু হলে খরচ হবে ৯০ কোটি টাকা। ফলে বার্ষিক কমপক্ষে ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে।

পাইপলাইন চালুর ফলে তেল চুরিও ঠেকাবে বলে জানান কর্মকর্তারা।

প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় জ্বালানি তেল পরিবহনে সমস্যা দেখা দেয়। ফলে তেল সরবরাহ ব্যাহত হয়। তবে পাইপলাইন এই সমস্যার সমাধান করবে।

প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। তারা পরিবহন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারাইজড সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন (এসসিএডিএ) সিস্টেম ইনস্টল করে এটি করেছে।

পাইপলাইনটির পরীক্ষামূলক কার্যক্রম গত ২৪ জুন অনুষ্ঠিত হয়।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
জন্মদিনে সইফকে ‘অভিশপ্ত রাতে’র স্মৃতি দিয়ে শুভেচ্ছা করিনার Aug 17, 2025
img
স্বাধীনতা দিবসে শুভেচ্ছা পোস্টে কটাক্ষের জবাব জাভেদের Aug 17, 2025
img
খোশগল্পে মজে ধোনি-গম্ভীর, বিরল দৃশ্য নজর কাড়ল নেটদুনিয়ায় Aug 17, 2025
img
সব জল্পনা উড়িয়ে আবারও প্রেম-ভালোবাসার ঝলক দেখালেন জশ-নুসরাত জুটি Aug 17, 2025
img
পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন, ফের বিতর্কিত মন্তব্য পরিচালক রামগোপালের Aug 17, 2025
img
আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অসুস্থ তিনজন Aug 17, 2025
img
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ Aug 17, 2025
img
শেষ ম্যাচে ম্যাক্সওয়েল ঝড়ে সিরিজ অজিদের Aug 17, 2025
img
নরসিংদিতে চাঁদাবাজদের হামলায় কারখানার মালিকসহ আহত পাঁচজন Aug 17, 2025
১৫ আগস্টের শোককে ১৬ আগস্ট উদযাপন সংগীতশিল্পী সায়ানের Aug 17, 2025
ভারতীয় পর্দায় আসছেন শেখ হাসিনা Aug 17, 2025
মাহির মন্তব্যে উঠে এলো পুরুষদের যৌন অসন্তুষ্টি! Aug 17, 2025
img
উলভসকে ৪-০ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু ম্যানসিটির Aug 17, 2025
‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনা শান্তির পথে সবচেয়ে বড় বাধা: আরব লীগের কড়া বার্তা Aug 17, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 17, 2025
'এসব নায়িকারা আওয়ামী মন্ত্রীদের খাট গরম করছে' Aug 17, 2025
img
খালেদা জিয়ার সম্মানে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা উচিত : বুলু Aug 17, 2025
যারা আজকে আমার মাথা গরম করেছে, তাদের একটাকেও ছাড়ছি না, বললেন পরিমণি Aug 17, 2025
img
রাবিতে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃতরা ফের ছাত্রদলের কমিটিতে Aug 17, 2025
img
তারা বেইজ্জতির বাংলাদেশ তৈরি করতে চায় : আব্দুন নূর তুষার Aug 17, 2025