১৩৬ বছর ধরে অক্ষুণ্ণ রেকর্ড ভাঙতে চলেছেন ইংলিশ ক্রিকেটার জ্যাকব বেথেল। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টস করতে নামার সঙ্গে সঙ্গে দেশটির সর্বকনিষ্ঠ অধিনায়কের তকমা জুড়বে নিজের নামের সাথে।
ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের এক বছরও পেরোয়নি। এরইমধ্যে তিন ফরম্যাটে খেলেছেন ২৯ ম্যাচ। গেলবার আইপিএল মাতিয়েছেন ব্যাঙ্গালুরুর হয়ে।
অল্প বয়সেই অধিনায়ক হওয়ার তকমা জুড়ায় এবার স্পটলাইটে জ্যাকব বেথেল। এর আগে এতটা আলোচনায় ছিলেন না তিনি।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজে খেলবেন না হ্যারি ব্রুক। তার বদলে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সী বেথেল। তাতেই ইতিহাস গড়তে চলেছেন ইংলিশ ক্রিকেটার।
এর আগে, এত কম বয়সে কেউ ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়নি। রোববার আইরিশদের বিপক্ষে মাঠে নামলেই হয়ে যাবেন সর্বকনিষ্ঠ অধিনায়ক। এদিন তার বয়স হবে ২১ বছর ৩২৯ দিন।
১৩৬ বছর যে রেকর্ডটি দখলে ছিল মন্টি বাউডেনের। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংলিশদের নেতৃত্ব দেয়া বাউডেন। সে সময় তার বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন।
১৮৮৯ থেকে ২০২৫। মন্টি বাউডেনের পর কনিষ্ঠ অধিনায়কদের তালিকায় ইভো ব্লিগ, ইয়ান বোথাম, অ্যালিস্টার কুক, ওয়েন মরগ্যানদের নাম। তবে তাদের কারো বয়সই ২৩ এর কম নয়।
তবে, ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়কের তালিকায় নাম ওঠাতে পারছেন না বেথেল। টেস্ট আর ওয়ানডেতে সবচেয়ে কমবয়সী অধিনায়ক আফগানিস্তানের রশিদ খান। ওয়ানডেতে ১৯ আর টেস্টে ২০ বছরে তার কাঁধে উঠে আফগানদের নেতৃত্ব।
আর টি টোয়েন্টিতে কম বয়সী অধিনায়কদের তালিকায় অচেনাদের ভীড়। ১৭ বছর ৩১১ দিনে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছেন ভুকুসিচ।
টিকে/