বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। দু’জনেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তারা কেবল ওয়ানডে ফরম্যাটে সক্রিয়। তবে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ফলে শিগগিরই নীল জার্সিতে তাদের দেখা মিলছে না।
এমন পরিস্থিতিতে শচীন টেন্ডুলকারের মতো কোহলি-রোহিতকে বিদায়ি সিরিজ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা এ প্রসঙ্গে স্পষ্ট জবাব দেন।
তিনি বলেন, ‘ওরা অবসর নিয়েছে কোথায়? বিরাট কোহলি আর রোহিত শর্মা ওয়ানডে খেলবে।
যখন খেলছে, তখন বিদায়ি সিরিজ নিয়ে চিন্তার কিছু নেই। হ্যাঁ, ওরা ধাপে ধাপে দুই ফরম্যাট ছেড়েছে, কিন্তু ওয়ানডেতে এখনো খেলছে। অত চিন্তা করার দরকার নেই।’
রাজীব শুক্লা আরো যোগ করেন, ‘বিসিসিআইয়ের নীতি খুব পরিষ্কার।
কাউকে আমরা অবসর নিতে বলি না। সেটা খেলোয়াড় নিজেই ঠিক করে। যতদিন তারা খেলতে চাইবে, আমরা সম্মান জানাব। বিরাট এখনো দারুণ ফিট, রোহিতও ভালো খেলছে। তাহলে বিদায়ের দুশ্চিন্তা কেন?’
এদিকে, কিছু ভারতের পত্রিকার কিছু প্রতিবেদন বলছে, কোহলি-রোহিতকে ওয়ানডে দলে জায়গা পাকা করতে বিজয় হাজারে ট্রফি খেলতে হতে পারে।
তবে সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া এটিকে ‘ভিত্তিহীন কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।
তার মতে, ‘বিজয় হাজারে ট্রফি খেলার কোনো দরকার নেই। এদের পারফরম্যান্স দেখে দল নির্বাচিত হয় না। ভারত আগামী আইপিএলের আগ পর্যন্ত মাত্র নয়টি ওয়ানডে খেলবে (অস্ট্রেলিয়ার সঙ্গে ৩টি, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৩টি, আর নিউজিল্যান্ডের সঙ্গে ৩টি)। এই বিরতিগুলো অনেক বড়। তিন ম্যাচের সিরিজ শেষ হয় এক সপ্তাহে, পরেরটা আবার তিন মাস পর। প্রথম শ্রেণির ক্রিকেটও খেলবে না ওরা। তাই এটাকে বিজয় হাজারে খেলার সঙ্গে যুক্ত করা একেবারেই অর্থহীন।’
চোপড়ার মতে, যদি কোহলি-রোহিত টেস্ট চালিয়ে যেতেন আর ওয়ানডে ছাড়তেন, তবে ম্যাচ ফিটনেস ধরে রাখা আরো সহজ হতো।
এমকে/টিকে