চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে পেটানোর ঘটনায় একজন কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। তিনি একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রিহান তার দুই বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনাস্থলেই রিহান প্রাণ হারান। তার দুই সমবয়সী বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। চিত্রনায়িকা তামা মির্জা ভিডিওটি দেখে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, “মানুষ এতো পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?”
তমার স্ট্যাটাসে নেটিজেনরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।”
অন্যরা নায়িকাকে কটাক্ষ করে ‘নতুন বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন। তবে অধিকাংশ মন্তব্যই ঘটনার তীব্র নিন্দা এবং ন্যায়বিচারের দাবিতে কেন্দ্রীভূত।
ফটিকছড়ির এই নৃশংস ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসএস/টিকে