ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর থেকে সরে দাঁড়ালো অনলাইন গেমিং প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন। নতুন অনলাইন গেমিং বিল পাস হওয়ার পর অর্থভিত্তিক গেম নিষিদ্ধ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ড্রিম ইলেভেন আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সিইও হেমাং আমিনকে জানিয়েছে, তারা আর জাতীয় দলের জার্সিতে স্পনসর হিসেবে থাকবে না। ফলে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে ড্রিম ইলেভেনের লোগো থাকবে না।
বিসিসিআই সচিব দেবজিত শৈকিয়া বলেন, আইন অনুযায়ী অনুমোদিত না হলে আমরা কিছুই করতে পারব না। বিসিসিআই দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুসরণ করবে।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যে এশিয়া কাপের জন্য প্রস্তুত হওয়া ড্রিম ইলেভেন লোগোযুক্ত জার্সি ব্যবহার করা হবে না। নতুন স্পনসর খুঁজতে শিগগিরই দরপত্র আহ্বান করবে বিসিসিআই। তবে মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
উল্লেখ্য, বিসিসিআই ও ড্রিম ইলেভেনের মধ্যে ২০২৩ সালের জুলাইয়ে তিন বছরের জন্য ৩৫৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। কিন্তু দুই বছর পূর্ণ হওয়ার আগেই সেটি বাতিল হয়ে যাচ্ছে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
এমকে/এসএন