জর্জিনাকে দেওয়া রোনালদোর আংটির দাম ‘৫ মিলিয়ন’, আছে বিশেষ বার্তাও!

প্রায় এক দশকের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি তারা আংটি বদলের মাধ্যমে বাগদান সেরেছেন। যা নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন-স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জর্জিনা, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ তাকে দেওয়া রোনালদোর সেই আংটিতে ছিল গোপন বার্তা!

জর্জিনা রদ্রিগেজ তার ডানহাতে পরিহিত আংটির ছবি দিতেই তাতে নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ে। আংটির দাম ও ধরন নিয়ে শুরু হয় নানা আলোচনা। ওই সময় গয়নাবিশেষজ্ঞরা আংটিটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানান। তবে সিআরসেভেনের দেওয়া আংটির দাম ৫ মিলিয়ন ডলার বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রখ্যাত ‘৭৭ ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমাইন্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’কে টোবিয়াস জানিয়েছেন, ‘জর্জিনা রদ্রিগেজের আঙুলে থাকা অমূল্য এনগেজমেন্ট রিংটির ওজন আনুমানিক ৩৫ ক্যারেট এবং এর বাজারমূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬১ কোটি টাকা)। আংটিটি বিখ্যাত “টেইলর-বার্টন ডায়মন্ড”-এর কথা মনে করিয়ে দেয় (প্রখ্যাত অভিনেতা রিচার্ড বার্টন স্ত্রী এলিজাবেথ টেইলরকে ‍উপহার দেন)। সেটি ছিল ৬৯.৪২ ক্যারেটের পিয়ার-শেপ (নাশপাতি আকৃতির) হীরা। শোনা যায়, তিনি এটি কিনেছিলেন কার্টিয়ারের কাছ থেকে, যারা আবার নিলামে এক মিলিয়নের বেশি দামে এ দুর্লভ হীরাটি সংগ্রহ করেছিল।’

রোনালদো তার প্রেমিকাকে দেওয়া আংটিটি একটি গোপন বার্তা বহন করছে বলেও মন্তব্য করেন টোবিয়াস কোরমাইন্ড তিনি বলেন, ‘এটি রোনালদো ও জর্জিনার সম্পর্কের ধারাবাহিকতা প্রকাশ করে। এই আংটির নকশা তাদের স্মৃতি, বর্তমানের অঙ্গীকার এবং ভবিষ্যতের ঐক্যের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। যেন আংটিটি জানান দেয়– “তুমি আমার চিরন্তন, আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।”’

ব্রিটিশ এই গয়নাবিশেষজ্ঞ আরও বলেন, ‘রোনালদোর প্রিয়তমাকে দেওয়া এই আংটিটি বিশেষ নকশার প্রতীক। এতে ব্যবহৃত হয়েছে “থ্রি-স্টোন কনফিগারেশন”, যেখানে বিরল ট্রিপল-ওভাল সেটিংস আংটিকে একদিকে ভিনটেজ আভিজাত্য দিয়েছে, আবার অন্যদিকে আধুনিক ও নিখুঁত সৌন্দর্যও বজায় রেখেছে। “থ্রি-স্টোন” সেটিংস মূলত দম্পতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক।’

এর আগে আরেক স্প্যানিশ গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তকে বলেন, ‘বাগদানের আংটি যেমন হয়, এটি (রোনালদোর দেওয়া আংটি) সেই শর্ত পূরণ করেনি। কারণ এটি অনেক বড় এবং ভারী। এমন পাথর প্রায় ৪০ ক্যারেটের হয়, যা আংটি নয় বরং নেকলেসের (গলার মালা) সঙ্গে বেশি মানানসই। আংটিতে এত বড় পাথর থাকা বেশ অস্বস্তিদায়ক এবং আঙুলের নড়াচড়াকে বাধাগ্রস্ত করে। শুধু সেটিংটাই নিখুঁত, বাকিটা ত্রুটিপূর্ণ।’


বেশ আগেই ৪০ বছর বয়সী রোনালদো বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে। গত ১১ আগস্ট বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমানের তথ্যমতে, ‘খুব সম্ভবত তাদের বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হতে পারে, জানালেন অমিত শাহ Aug 27, 2025
img
শ্বশুর হলেন বিচারক: সমালোচনায় ‘সংকীর্ণতা’ দেখছেন সারজিস Aug 27, 2025
img
শহীদ আবু সাঈদ একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ : ফজলুর রহমান Aug 27, 2025
img
আমাদের আন্দোলন চলবে, যতদিন মানুষ ব্যালটে ভোট দিতে না পারে : শামা ওবায়েদ Aug 27, 2025
img
মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা Aug 27, 2025
img
আজকের পরে কারও কাছে পাথর পাওয়া গেলেই ব্যবস্থা : সারওয়ার আলম Aug 27, 2025
img
বিটিআরসির নতুন কমিশনার আবদুর রহমান সরদার Aug 27, 2025
img
এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন Aug 27, 2025
img
ভারত থেকে প্রচণ্ড বেগে আসছে পানি, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরাল পাকিস্তান Aug 27, 2025
img
সৌম্য-শান্তর ব্যাটে ঝড়, উড়ে গেল লিটনরা Aug 27, 2025
img
মিথিলার সুখবরে খুশি সৃজিত, তবে কি দূরত্ব ঘুচছে তাদের? Aug 26, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই : বিচারপতি আব্দুর রহমান Aug 26, 2025
img
গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ২ জনের Aug 26, 2025
img
এশিয়া কাপের দলে জায়গা হয়নি, ইংল্যান্ডে দুর্দান্ত ফর্মে পাকিস্তানি তারকা Aug 26, 2025
img
জিআই স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি Aug 26, 2025
img
ব্রাজিলের মন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র Aug 26, 2025
img
হাসিনা চলে যাওয়ার পরে যে কাউকে গালাগাল করা যাচ্ছে : মাসুদ কামাল Aug 26, 2025
img
বরিশালের সাবেক মেয়র লোকমান গ্রেপ্তার Aug 26, 2025
img
শুল্ক জটিলতায় যুক্তরাষ্ট্রে ২৫ দেশের পার্সেল পাঠানো বন্ধ Aug 26, 2025
img
ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন Aug 26, 2025