বলিউডের অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বরাবরই ছিল। তবে এবার নতুন করে আলোচনায় এলেন শাহরুখ কন্যা। এক পার্টিতে সালমান খানের ভাতিজা নির্বান খানের সঙ্গে নাচতে দেখা গেল সুহানাকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন।
বলা বাহুল্য, সিনেমায় নাম লেখানোর আগেই আলোচনায় থাকেন বলিউডের তারকাসন্তানেরা। তাদের ব্যক্তিগত জীবন, পার্টি বা আড্ডা সবই থাকে নজরে। সুহানাকে দর্শকেরা ইতোমধ্যেই দেখেছেন জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমায়। তবে ছবিটি মুক্তির আগেই অগস্ত্য নন্দার সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল কানাঘুষো। দুজনেই নীরব থাকলেও তাদের সম্পর্ক নিয়ে দিনে দিনে তোলপাড় হয়ে ওঠে বলিউড।
এর মধ্যে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন সুহানা। সেখানে ছিলেন আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতাও। সবাইকে সেখানে দেখা মিললেও অগস্ত্যের উপস্থিতি সেখানে চোখে পড়েনি। সে ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা উঠেছে- অগস্ত্য নন্দা এখন সুহানার অতীত, আর তার সঙ্গী এখন সালমানের ভাতিজাই!
শাহরুখ খান আগেই জানিয়েছিলেন, কন্যা সুহানা অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে চান। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘আর্চিজ’, যেখানে অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও প্রথম সিনেমায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। আগামী দিনে সুহানাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।
এমকে/এসএন