জুলাই মাসের অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আদালতে ৬ আসামিকে হাজির করা হয়েছে।
প্রথম দিনে শহীদ আবু সাঈদের বাবা সাক্ষ্য দিতে পারেন বলে জানা গেছে।
এর আগের দিন, বুধবার মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রধান প্রসিকিউটর। এতে তিনি আবু সাঈদের হত্যাকাণ্ডের পটভূমি তুলে ধরেন।
গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২। ওইদিন সকালে মামলার ৬ জন গ্রেফতার আসামিকে আদালতে হাজির করা হয়। তবে বাকী ২৪ জন এখনও পলাতক।
পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে ইতোমধ্যে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৮ জুলাই, এই মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। মামলার আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয় ৩০ জুন এবং তদন্ত প্রতিবেদন জমা পড়ে ২৪ জুন।
এমআর/এসএন