বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’ ফিরছে নতুন ঝড়ে। প্রকাশিত হয়েছে ‘বাঘি ৪’-এর ট্রেলার, যা যেন একেবারে রক্ত আর অ্যাকশনের বিস্ফোরণ। এবার দেখা যাচ্ছে টাইগার শ্রফকে তার ক্যারিয়ারের সবচেয়ে নির্মম রূপে। গল্পে তিনি স্মৃতিভ্রংশে ভোগা এক যোদ্ধা, যে একাই লড়াই করে পুরো বিশ্বাসঘাতকতার দুনিয়ার বিরুদ্ধে।
ট্রেলারের দৃশ্যে একদিকে ভেসে ওঠে ‘গজিনি’–র স্মৃতিভ্রষ্ট নায়ককে মনে করিয়ে দেওয়া তীব্রতা, অন্যদিকে ‘অ্যানিমাল’–এর নৃশংস উন্মাদনা। টাইগার শ্রফ সেখানে একাই যেন যুদ্ধের বাহিনী, দিচ্ছেন হাড়ভাঙা অ্যাকশন, বিস্ফোরক মুখোমুখি লড়াই আর অভিকর্ষ অমান্য করা স্টান্ট।
অপরদিকে খলনায়কের ভূমিকায় হাজির হয়েছেন সঞ্জয় দত্ত। তার শক্তিশালী উপস্থিতি গল্পে তৈরি করেছে ভয়াবহ উত্তেজনা। দু’জনের দ্বন্দ্ব ট্রেলারের কেন্দ্রবিন্দু, যা দর্শকদের আগ্রহকে আরও উসকে দিয়েছে।
এ ছবিতে আরও রয়েছেন সাবেক মিস ইউনিভার্স হরনাজ সান্ধু এবং জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া। তাদের উপস্থিতি ছবিতে এনেছে নতুনত্ব ও আভিজাত্যের ছোঁয়া।
‘বাঘি’ সিরিজের ঐতিহ্যই হলো জমকালো অ্যাকশন, কাঁচা আবেগ আর নির্ভেজাল বিনোদন। সেই ধারাকেই আরও তীব্রভাবে হাজির করছে এই চতুর্থ পর্ব। রক্তমাখা ভিজ্যুয়াল, সংলাপের গর্জন আর অনবরত অ্যাকশন—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে টাইগার শ্রফের ক্যারিয়ারের সবচেয়ে ভীষণ অভিজ্ঞতা।
এমকে/এসএন