মার্কিন ফোক-রক ব্যান্ড ‘দ্য লুমিনিয়ার্স’ আবারও আসছে ভারতে। আয়োজকদের ঘোষণায় জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি-এনসিআর অঞ্চলের হুডা গ্রাউন্ডে সরাসরি পরিবেশনা করবে বিশ্বখ্যাত এই দল। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই কনসার্ট তাদের চলমান বিশ্ব সফর দ্য অটোমেটিক ওয়ার্ল্ড ট্যুর-এর অংশ।
গ্র্যামি মনোনীত এই ব্যান্ডটি ২০২২ সালে ভারতের পুনেতে ‘বাকার্ডি এনএইচ৭ উইকএন্ডার’-এ অংশ নিয়ে ভক্তদের মাতিয়েছিল। চার বছর পর আবারও ভারতীয় শ্রোতাদের সামনে গাইবে তাদের বহুল জনপ্রিয় গান ‘হো হে’, ‘ক্লিওপেট্রা’, ‘স্টাবর্ন লাভ’ এবং ‘ওফেলিয়া’।
আয়োজন করছে বুকমাইশো লাইভ। প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা জানান, বিশ্বমানের সংগীতানুষ্ঠান ভারতীয় দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তার ভাষায়, “লুমিনিয়ার্স এমন এক ব্যান্ড, যাদের সুর সময় ও সংস্কৃতির সীমানা পেরিয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। আবারও তাদের ভারতীয় ভক্তদের সামনে নিয়ে আসতে পারছি, এটা সত্যিই আনন্দের।”
প্রতিষ্ঠাতা দুই সদস্য ওয়েসলি শুলৎজ ও জেরেমাইয়া ফ্রেইটসের নেতৃত্বে গঠিত এই ব্যান্ড ইতোমধ্যেই নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, লন্ডনের ওটু এরিনা, গ্লাস্টনবেরি এবং কচেল্লার মতো বড় মঞ্চে বাজিয়ে বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করেছে।
টিকিট বিক্রি শুরু হবে আগামী বছরের আগস্ট মাসে। বুকমাইশো প্ল্যাটফর্মে একচেটিয়াভাবে কেনা যাবে এই টিকিট। ফলে ভারতীয় ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক বিরল সুযোগ, প্রিয় ব্যান্ডকে কাছ থেকে দেখার ও সরাসরি শোনার।
টিকে/