রোববার (৩১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে খুলনার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তার দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে নতুন জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “খুলনা একটি সম্ভাবনাময় অঞ্চল। এর উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জনগণের সেবা করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি সুশাসন প্রতিষ্ঠা, জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে মো. তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এসএস/টিকে