টিএনজেড গ্রুপ ও রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক ক্ষুদে বার্তায় বলা হয়, টিএনজেড গ্রুপ ও রোর ফ্যাশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে শ্রমিকদের বেতন পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা বলে আসছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
ইউটি/টিএ