খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুর চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর ডাকবাংলো মোড়ে এসে জাপা অফিসে হামলা চালায়।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিকেলে তারা বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌঁছালে সেখানে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
তাদের অভিযোগ, প্রশাসন ও জাতীয় পার্টি এক হয়ে নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। তাই আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির রাজনীতি আর দেশে চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। একইসঙ্গে সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। হামলা ও ভাঙচুর শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ফেরিঘাট মোড়ে অবস্থান নেন।
এর আগে গত ৩০ আগস্ট একই দাবিতে খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়েছিল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
কেএন/টিকে