খুলনা বিভাগের বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ১১টি দল পৃথক অভিযান চালিয়ে ১৭ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে জেলা নগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্য সম্ভারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে রোজ কসমেটিকসকে দুই হাজার টাকা, রয়েল চার্মিকে দুই হাজার টাকা এবং ভিপি ড্রাগসকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শাখিলা উপজেলার শাখিলা বাজার এলাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার বাস্তুহারা ও বিএল কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মহেশপুর উপজেলার হাসপাতাল রোড এলাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়া ও কালিয়া উপজেলার মহাজন ও লুতিয়া বাজার এলাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে কুমারখালি উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার চাঁদমনি বাজার এলাকায় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় দফতরটি।
এমকে/এসএন