বলিউডে কৌশলী সিদ্ধান্ত নিয়েই এগোচ্ছেন মানুশি ছিল্লার। ইমরান হাশমির বিপরীতে আওয়ারাপান ২-এ কাজ করার প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত ছবিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। কারণ হিসেবে জানা গেছে, তার সময়সূচি ও আরেকটি বড় প্রজেক্টের আলোচনায় ব্যস্ত থাকায় সিক্যুয়েলে কাজ করা সম্ভব হয়নি। এরই মধ্যে নির্মাতারা দিশা পাটানিকে বেছে নিয়েছেন ইমরানের বিপরীতে।
অন্যদিকে মানুশি নাম লিখিয়েছেন দিনেশ ভিজানের নতুন ছবিতে। অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়ে জানুয়ারি ২০২৬-এর মধ্যেই ছবিটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সূত্র জানাচ্ছে, ইতোমধ্যেই মানুশির লুক টেস্টও সম্পন্ন হয়েছে।
তেহরান ও মালিক–এর পর মানুশিকে ঘিরে দর্শকের প্রত্যাশা বেড়েছে। তিনি এখন এমন সব প্রজেক্টে সই করছেন, যেখানে গল্প ও চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। এই সিদ্ধান্তে আবারও স্পষ্ট হলো, ধীরে ধীরে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করছেন তিনি বলিউডে।
এসএন