জনপ্রিয় সুপারন্যাচারাল থ্রিলার অরুন্ধতী (২০০৯), যা অনুষ্কা শেট্টিকে সুপারস্টার বানিয়েছিল, এবার নতুন রিমেকে ফিরছে বলে জানা গেল খবর। ইন্ডাস্ট্রিতে খবরে বলা হচ্ছে, মূল ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন শ্রীলীলা, যিনি মূল ছবিতে অনুষ্কার দারুণ শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কিনা, সেটিই দর্শক-ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু।
মূল ছবিটি পরিচালনা করেছিলেন কোডি রামকৃষ্ণা এবং এতে অভিনয় করেছিলেন সোনু সোদ, অর্জন বাজওয়া, সায়াজি শিন্ডে, মনোরমা ও কৈকালা সত্যনাৰায়ণ। বক্স অফিসে বিপুল সাফল্যের পাশাপাশি অরুন্ধতী হয়ে ওঠে এক সাংস্কৃতিক ফেনোমেনন, যা অন্যান্য ভাষাতেও রিমেকের অনুপ্রেরণা জুগিয়েছে। এক সময় হিন্দিতে দীপিকা পাডুকোনকে নিয়ে রিমেক পরিকল্পনা হয়েছিল, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি।
এবারের রিমেক পরিচালনার দায়িত্ব নিতে পারেন মোহন রাজা, যিনি ধ্রুব এবং গড ফাদার এর মতো ছবির জন্য পরিচিত। প্রাথমিক আলোচনাসূত্রে জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যদিও শ্রীলীলা চরিত্রটি নিজ করে নিলে তার ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে দেখা হবে। তবে অনুষ্কার শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে তুলনা করে কিছু ভক্ত শঙ্কিতও।
রিমেক নিশ্চিত হলে এটি তেলুগু সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ফ্যান্টাসি সাগারকে নতুন করে জীবন্ত করার সুযোগ হিসেবে মনে করা হচ্ছে।
এসএন