প্রখ্যাত সঙ্গীতশিল্পী কনকচাঁপা সম্প্রতি আলোচনায় এসেছেন শিল্পীদের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বুলিং-এর বিরুদ্ধে প্রতিবাদ করে। তার এই অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই।
এমনকি, তার এই প্রতিবাদের ফলশ্রুতিতেই কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর পর আগের মতো বুলিং করতে দেখা যায়নি!
এদিকে, কনকচাঁপা আগের মতো গানে নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তার রয়েছে নিয়মিত যোগাযোগ। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করেন।
কখনো খালি গলায় গান শোনান, কখনো রান্না করে দেখান, কখনো বা সুন্দর কোন জায়গায় গেলে তা ভিডিও করে ভক্তদের দেখার সুযোগ করে দেন।
তবে সম্প্রতি এক ভিডিওতে কনকচাঁপা এসবের কিছুই করেননি। তিনি বরং সেখানে নিজের মনের কিছু কথা তুলে ধরেছেন। ভিডিওর শুরুতেই এই গায়িকা বলেন, ‘সত্যিকার অর্থে রান্না করাটা একটা উসিলা। আমি আসলে আপনাদের সঙ্গে গল্প করার জন্যই ভিডিও বানাই। আপনারা যখন কমেন্ট করেন, শুভকামনা জানান, আপনাদের এই সমস্ত কিছু আমি দোয়া হিসেবে নিয়ে থাকি। এবং সেটাই আমার পথের পাথেয়।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের যতোটা ভালোবাসি, আপনারাও আমাকে অতোটাই ভালোবাসেন। কিন্তু আমি তো বলব যে, আমি আপনাদের একটু বেশিই ভালোবাসি। ছোটবেলায় একটা খেলা খেলতাম যে, তুই যা বলবি তারচেয়ে এক বেশি। তো আপনারা যতটুকু ভালোবাসেন তারচেয়ে এক পয়েন্ট হলেও বেশি ভালোবাসি আপনাদের। ফলে আমি সবসময় আপনাদের কথা মনে করি, আর আপনারাও আমাকে ভালোবাসেন তা আমি খেয়াল করি। এবং আমি এটাও খেয়াল করি যে, আমি যেন কখনো কোন ভুল কাজ না করি, অন্যায় কাজ না করি।’
সবশেষে তিনি বলেন, ‘আমাকে ভালোবাসা থেকেই অনেকে উপদেশ দিচ্ছেন যে, বালাদেশের রাজনীতি অনেক পচা, কেন আসছেন? কিংবা অন্য শিল্পীদের উদাহরণ দিচ্ছেন। আমি কারও নাম উল্লেখ করতে চাই না। কিন্তু দেখেন, অন্য শিল্পীরা খুব সহজেই চেয়েছে আর পেয়েছে। আমি কিন্তু যুদ্ধ করছি, জনগনের ভোটে জয়ী হয়ে আমি কাজ করতে চাই। আপনারা সে জন্য দোয় করবেন। সব ভালো মানুষ যদি নিজেদের সুনাম নষ্ট হবার ভয়ে রাজনীতিকে পাশ কাটিয়ে চলে যায় তাহলে এই জায়গাটার তো কখনো উন্নয়ন হবে না। সেখানে আমি আমার জীবনকে বলা যায় উৎসর্গ করেছি। আমি ভালো কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন যেন আমার দ্বারা কোন অন্যায় কাজ কখনো না হয়। এবং আপনারা নিশ্চয়ই সেটা ভবিষ্যতে দেখতে পাবেন।
আমাকে নিয়ে নেতিবাচক কিছু চিন্তা করবেন না। আল্লাহ তার বান্দার ধারনার সঙ্গে থাকেন। তাই সবাই যদি আমার জন্য নেতিবাচক চিন্তা করেন সেটা ফলেও যেতে পারে! কথা দিচ্ছি আপনাদের কনকচাঁপা অন্যায় করবে না, অন্যায়ের সঙ্গে হাত মেলাবে না। আমি স্বাধীনভাবে কাজ করতে না পারলে দরকার হলে আমি সরে যাবো, তাতে তো কোন অসুবিধা নেই। কিন্তু আমি কখনোই আমার জীবনে কখনোই অন্যায় করব না ইনশাআল্লাহ।’
এমকে/এসএন