বিশ্ববাসীকে দেখাতে চাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি : ডিসি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শারদীয় দুর্গাপূজার প্রতিমা যেদিন থেকে তৈরি শুরু হয়েছে সেদিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে।

শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

পূজা উদযাপনের সাথে জড়িত পূজা উদযাপন কমিটি, পুলিশ, আনসার, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে উদ্দেশ্যে এই আয়োজন করছেন এবং যারা যে উদ্দেশ্যে আপনাদের আয়োজনে অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্য যেন সফল হয়।

তিনি আরও বলেন, যারা ধর্মীয় আচার এই আয়োজনে অংশ নেবেন, তারা যেন নির্বিঘ্নে তা করতে পারেন। আপনারা সুন্দর আয়োজন করলেন কিন্তু যদি দেখা গেলো পূজা মণ্ডপের সামনে অনেক ভিড় আছে, তাহলে যারা আসবেন তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। আপনারা কষ্ট করে আয়োজন করছেন, আর যারা আসছেন তারাও এক বছর আগে থেকেই চিন্তা করেছেন যে মণ্ডপে গিয়ে প্রার্থনা করবেন। তারা একটা আশা ও উৎসাহ নিয়ে আসেন। সেই আশা ও উৎসাহ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে আর্থিক অনুদান প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে বলেন, পূজার আগেই মণ্ডপ পরিদর্শন করে কোনো ত্রুটি আছে কিনা তা দেখে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশনা জেলা প্রশাসক দিয়েছেন, এজন্য আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। আমরা সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কার্তিক ঘোষ বলেন, পূজার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অনেক কুচক্রী মহল এখনো সক্রিয় রয়েছে। তাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমরাও জেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করব।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অভয় কুমার রায় বলেন, আমরা সবাই যেন ভালো কাজের পাশে থাকি। প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় রাখার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক সমস্ত পূজা উদযাপন কমিটির সবাইকে নিয়ে যে মহতী আয়োজন করেছেন, এজন্য জেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, নারায়ণগঞ্জ মহানগরের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব খোকন সাহাসহ ২২৪টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এশিয়ার দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Sep 28, 2025
img
মাধবপুরে বিজিবির অভিযানে ৩১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ Sep 28, 2025
img
বান্দরবানে ময়লা ফেলে আবার নিজেরাই পরিষ্কার করলেন জেলা প্রশাসনের কর্তারা Sep 28, 2025
img
থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, নেপথ্যে কী? Sep 28, 2025
img
নতুন করে তথ্য কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ টিআইবির Sep 28, 2025
img
‘আমরা এভাবেই থাকি’, কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা দিলেন নওশাবা Sep 28, 2025
img
রাষ্ট্রে ইসলাম না থাকায় সবাই সমান অধিকার ভোগ করতে পারে নাই: মিয়া গোলাম পরওয়ার Sep 28, 2025
img
জাতিসংঘের ভাষণে ‘গোপন কথা’ ফাঁস করলেন নেতানিয়াহু! Sep 28, 2025
img
আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে অনুদান চাইলেন ইনফ্লুয়েন্সার, ভিডিও ভাইরাল Sep 28, 2025
img
চট্টগ্রামে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভাঙচুর Sep 28, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ঐতিহাসিক জয় Sep 28, 2025
img
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান ডাকসু ভিপির Sep 28, 2025
img
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক Sep 28, 2025
img
পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প Sep 28, 2025
img
আলভারেজ ও গ্রিজমানদের দাপটে লা লিগায় রিয়ালের প্রথম হার Sep 28, 2025
img
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সর্বশেষ সাক্ষ্যগ্রহণ রোববার Sep 28, 2025
img
শ্রীলঙ্কাকে ১ রানে হারাল বাংলাদেশ Sep 27, 2025
img
ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ Sep 27, 2025
img
সাফের টুর্নামেন্ট ফাইনালে রেফারিং প্রশ্নবিদ্ধ Sep 27, 2025
img
‘থ্রি ইডিয়টস’র র‍্যাঞ্চো মোদির গদি কাঁপাচ্ছে: কে এই সোনম ওয়াংচুক? Sep 27, 2025