বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদী (কসমেটিকস) ও একটি ট্রাক জব্দ করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩১ লাখ ৪১ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ট্রাক থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কসমেটিকস উদ্ধার করা হয়।
অভিযান বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা। আমরা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। জনগণও এ ব্যাপারে আমাদের সহযোগিতা করলে চোরাচালান আরও কার্যকরভাবে দমন করা সম্ভব।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং আকস্মিক চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিজিবি ‘শূন্য সহনশীলতা’ নীতিতে এসব অবৈধ কর্মকাণ্ড দমন করে যাবে।
ইউটি/টিএ