বান্দরবানে নিজেরা ময়লা ফেলে আবার সেই ময়লা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলাপ্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, পর্যটন দিবস উপলক্ষে জেলাপ্রশাসক সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণের লক্ষে জনসচেতনতা সৃষ্টিতে পর্যটন কেন্দ্র মেঘলায় বিডি ক্লিন বান্দরবান ও জেলাপ্রশাসনের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় একটি ভিডিওতে দেখা গেছে জেলা প্রশাসনের দুজন স্টাফ পলিথিন ব্যাগ থেকে প্লাস্টিক বোতল ও বিভিন্ন পলিথিন পরিষ্কার জায়গায় ছিটিয়ে রাখছে এবং পরে জেলাপ্রশাসক শামীম আরা রিনিসহ অতিথিবৃন্দ এবং বিডি ক্লিনের সদস্যরা সেসব পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে জেলাপ্রশাসক শামীম আরা রিনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো এক সাংবাদিক ভিডিও ফুটেজ নেয়ার জন্য আমার স্টাফদের দিয়ে এটা করিয়েছেন।
তিনি আরও বলেন, পরে তারাই আবার নেগেটিভভাবে উপস্থাপন করেছেন। আমরা ওইদিকে ছিলাম না। ওই দুইজন স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তারা কেন এ ধরনের কাজ করলো সেটার জন্য। এ ধরনের কোনো কাজ সেখানে করা হয়নি।
ইউটি/টিএ