ভারতের উত্তরপ্রদেশের এক তরুণী সোশ্যাল মিডিয়ায় অনুদান চেয়ে নতুন আইফোন কেনার আহ্বান জানিয়ে ভাইরাল হয়েছেন। লাখিমপুরের ‘বিউটি কুইন’ পরিচয়ে পরিচিত মাহি সিংহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন—প্রতি জন মাত্র এক বা দুই টাকা করে সাহায্য করলেই তিনি নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে পারবেন। ভারতে এই ফোনের দাম প্রায় ১ লাখ ৪৯ হাজার রুপি।
মাহি সিংহ ভিডিওতে জানিয়েছেন, মাত্র তিন মাস আগে তার বাবা তাকে আইফোন ১৬ উপহার দিয়েছেন। কিন্তু নতুন মডেলটি বাজারে আসার পর তিনি সেটিই জন্মদিনের (২১ অক্টোবর) উপহার হিসেবে চান। তবে বাবা নতুন ফোন কিনে দিতে স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
ভিডিওতে মাহিকে বলতে শোনা যায়, “১৭ প্রো মাত্রই বাজারে এসেছে এবং এর রঙ আমার খুব ভালো লেগেছে। তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন। কিন্তু আমি জন্মদিনে নতুন মডেলটি চাই। বাবা কিনে দিচ্ছেন না। তাই সবাই যদি এক, দুই বা তিন টাকা করে সাহায্য করেন, তাহলে আমি ফোনটি কিনতে পারব এবং সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ থাকব। আমি এই ফোনটিকে এতোটাই পছন্দ করি যে ভাষায় বোঝাতে পারছি না।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মাহিকে ‘অতিরিক্ত দাবিদার’ বলে সমালোচনা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, এখন অনলাইনে এমন ক্রাউডফান্ডিং প্রচারণা এক ধরনের নতুন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যারা এমন ভিডিও দেখে সময় কাটায়, তারাই হয়তো সত্যি সত্যিই তাকে ১-২ টাকা পাঠাবে।” আরেকজন লিখেছেন, “পরের বার হয়তো মন্টে কার্লোতে চার বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাটের জন্যও অনুদান চাইবে!”
আরেকজন বলেন, “ইউটিউবে মানুষ ক্রাউডফান্ডিং আর সুপার চ্যাট থেকে ধনী হয়ে যাচ্ছে। কিন্তু কোনো গরিব মানুষ সাহায্য চাইলে সমস্যা হয়ে যায়। ধনীরা সারাদিন ফ্যান্সি সেটআপে বসে সুপার চ্যাট চায়, কেউ প্রশ্ন তোলে না। এ কেমন দ্বিমুখী মানসিকতা!”
আরেক ব্যবহারকারীর মন্তব্য, “এখন এটা নতুন ট্রেন্ড। অবাক হই, এসব মানুষ এত ফলোয়ার পেল কীভাবে!”
ইউটি/টিএ