বলিউডে এখনকার সময়ের অভিনেতা আহান পান্ডে। সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমা থেকে রাতারাতি তারকা বনে গেছেন তিনি। এদিকে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাতিজাও তিনি। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করছেন এই অভিনেতা।
এরই মধ্যে হঠাৎ আলোচনায় এই নায়িক। কারণ, জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দেখা গেছে তাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে, বানশালির নতুন সিনেমায় হয়তো দেখা মিলবে আহানের।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আহান একটি সাদা মার্সিডিজ থেকে নেমে দ্রুত বানশালির মুম্বাই অফিসের ভেতরে প্রবেশ করছেন। হালকা শার্ট ও ডেনিম প্যান্ট পরা এই অভিনেতার চেহারা স্পষ্ট না দেখা গেলেও তার ভক্তরা নিশ্চিত যে তিনিই বানশালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে আহান ও বানশালির এই যোগাযোগ ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
যদিও আহান বা বানশালি কেউই এই খবরের সত্যতা নিশ্চিত করেননি, তবু ভক্তরা মন্তব্য করছেন, আহান ও সঞ্জয় লীলা বানশালি দারুণ কিছু আনতে পারে। এদিকে মোহিত সুরি পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আহান। ছবিটি বিশ্বজুড়ে ৫৭৯ কোটি রুপির (প্রায় ৭ হাজার ৬০০ কোটি টাকা) বেশি আয় করে দারুণ সাফল্য পায়। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।
ইউটি/টিএ