চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানার আদালত ও ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে বৃহস্পতিবার রাতে নগরীর জামালখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে যুবলীগের কয়েকজন কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলের চেষ্টা করেন।
এ সময় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এমকে/এসএন