সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা চালুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
নতুন এ সেবার আওতায় বিদেশে জরুরি পরিস্থিতি বা বিপর্যয়ের সময় গোল্ডেন ভিসাধারী প্রবাসীরা সরকারি সহায়তা পাবেন। এছাড়া, বিদেশে কোনো গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থাও এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গোল্ডেন ভিসাধারীদের জন্য ২৪ ঘণ্টা চালু থাকবে বিশেষ হটলাইন—‘+৯৭১২৪৯৩১১৩৩’। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি মন্ত্রণালয়ের কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে জরুরি সহায়তা, উদ্ধার ও চিকিৎসা সুবিধা পাবেন।
এছাড়া, বিদেশে কোনো গোল্ডেন ভিসাধারীর পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ‘ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট’ পাওয়া যাবে, যার মাধ্যমে সহজেই ইউএই-তে ফিরে আসা সম্ভব হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃত্যুর ক্ষেত্রে মরদেহ দ্রুত দেশে ফেরাতে বিশেষ প্রক্রিয়া চালু করা হয়েছে, যাতে পরিবারের সদস্যরা সহজে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং প্রয়োজনীয় মানসিক সহায়তাও পান।
উল্লেখ্য, ২০১৯ সালে চালু হওয়া ইউএই’র ‘গোল্ডেন ভিসা’ একটি দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা, যার মাধ্যমে বিদেশিরা স্পনসর বা নিয়োগকর্তা ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন।
এই ভিসার আওতায় বিনিয়োগকারী, উদ্যোক্তা, রিয়েল এস্টেট ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, এবং স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞরা আবেদন করতে পারেন। সাম্প্রতিক সময়ে দুবাই এই ভিসা দিচ্ছে গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের; রাস আল খাইমাহ দিচ্ছে অসাধারণ শিক্ষক শ্রেণির নাগরিকদের; আর আবুধাবি ঘোষণা দিয়েছে, ২০২৪ সাল থেকে সুপারইয়ট মালিকরাও এই ভিসার সুবিধা পাবেন।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস
এমকে/এসএন