সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার (১৮ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025 এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাবেন। এ ছাড়া বিমানবাহিনী প্রধান Chairman, China National Aero-Technology Import & Export Corporation (CATIC) এর আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন।
চীন সফরকালে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমানবাহিনী প্রধান এ সরকারি সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন।
এবি/টিকে