প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পল্লী চিকিৎসকের ধারণা এনেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতায় গেলে বিএনপি সেই ধারা বজায় রেখে চিকিৎসাসেবা সম্প্রসারণ করবে। এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় দিনভর বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে বিকেলে তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা ভার্চুয়ালি যুক্ত হোন এতে।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপে সারা দেশে চিকিৎসা কার্যক্রম শুরু করবে। এতে দেশের মানুষ ব্যয়বহুল অনেক চিকিৎসাসেবা তুলনামূলক কম খরচে প্রাইভেট সেক্টর থেকে নিতে পারবে।
এ সময়, সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হওয়ার লক্ষ্যে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
এসএস/টিএ