মানবপাচার প্রতিরোধে জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের ত্রৈমাসিক সভায় বক্তারা সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সভায় বলা হয়, প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে নয়, সরকারি নিয়ম মেনে বিদেশ গিয়ে রেমিট্যান্সযোদ্ধা হওয়া সম্ভব। সঠিক তথ্য জানা থাকলে বিদেশে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
বুধবার (২২ অক্টোবর) নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা মানবপাচার রোধে এনজিও ও সিভিল সোসাইটি সংগঠনগুলোর মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান, কারিতাস বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার প্রভাস চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, ব্র্যাক এর অশোক বালা, মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারন সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, এডোর সংস্থার নির্বাহী পরিচালক মাহামুদুল হাসান, ব্লাষ্টের সমন্বয়ক অ্যাড. অশোক কুমার মন্ডল, ঢাকা আহছানিয়া মিশনের মো : ইসমাইল হোসেন, জেজেএস’র হাসিবুল হাসান, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, নবলোকের মামুন, সিটি একটিভিস্ট মাবিয়া বৈরাগী, রংমহল ফর ইওথ’র আলভি প্রমুখ।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজন করে এই সভা। রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত সভার বিষয়বস্তু মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিটিআইপি সদস্য মো. আ. ওয়াহিদ মোড়ল রনি।
বক্তারা মানব পাচারের ভয়াবহতা, কারণ, প্রতিরোধের কৌশল ও সার্ভাইভারদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মানব পাচারে শিকার ব্যক্তির উদ্ধার, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত কাজের ওপর জোর দেওয়া হয়। সভায় স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
আইকে/টিএ