ভারতের সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। বৈশ্বিক আসরটিতে ভেন্যুর মান নিখুঁত রাখতে ও উন্নত করতে দেশটির ক্রিকেট বোর্ড চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের। তার মাস দুয়েক পরই ভারতের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কা আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাঠে গড়াবে বৈশ্বিক আসরটি। ফ্র্যাঞ্চাইজি লিগের পর মাঠ প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই আইসিসির নির্দেশনা অনুযায়ী মাঠ প্রস্তুতে তারা লিগটি পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশনা অনুসারে, আসন্ন ২০-দলীয় ইভেন্টের জন্য সকল আয়োজক ভেন্যু অবশ্যই একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চাহিদা পূরণের জন্য নিখুঁত অবস্থায় থাকতে হবে। যার কারণে, শ্রীলঙ্কা ক্রিকেট ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজন একটি উপযুক্ত সময়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বিশ্বকাপের আগে ভেন্যুগুলোর ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করা যায়।
শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বাস করে, এই সিদ্ধান্ত দেশে একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠের অবকাঠামো বৃদ্ধি ও উন্নত করার জন্য পর্যাপ্ত সময় পাবে। শ্রীলঙ্কার যে তিন ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তার একটি কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ১১টি ম্যাচ আয়োজনের জন্য সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে স্টেডিয়ামটির। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, নির্ধারিত ম্যাচগুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এটি অবিলম্বে উন্নয়ন কাজ পুনরায় শুরু করবে।
বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা ভেন্যুর মান উন্নয়নে যে বিষয়গুলো ওপর জোর দিচ্ছে-
দর্শকদের স্ট্যান্ড বৃদ্ধি ও উন্নত করা।
খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম এবং প্রশিক্ষণ এলাকা সহ সুবিধাগুলো উন্নত ও আধুনিকীকরণ।
আন্তর্জাতিক সম্প্রচার সুবিধা উন্নত ও সংস্কার।
বিশ্বব্যাপী মিডিয়া কভারেজের চাহিদা মেটাতে মিডিয়া সেন্টারের অবকাঠামো উন্নত করা।
বহু-দেশীয় ইভেন্টের জন্য সাধারণ ভেন্যুর প্রয়োজনীয়তা বাড়ানো।
এসএস/টিএ