বলিউড এবং দক্ষিণী সিনেমার পরিচিত মুখ জাহ্নবী কাপুর, স্রিদেবীর কন্যা, তাঁর চলতি প্রজেক্ট ‘পেড্ডি’ শেষ করার পর সিনেমা থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন। এই সিদ্ধান্ত এসেছে তাঁর চলচ্চিত্রে মিশ্র ফলাফলের পরিপ্রেক্ষিতে, যদিও তিনি উচ্চপরিচিত হিন্দি ও তেলুগু প্রজেক্টের অংশ ছিলেন।
২০১৮ সালে ‘ধাডক’ দিয়ে আত্মপ্রকাশের পর জাহ্নবী মোট ১৩টি ছবিতে অভিনয় করেছেন। ‘গুঞ্জন সাক্ষিনা’, ‘মিলি’ এবং ‘গুড লাক জেরি’-র মতো ছবিতে তিনি প্রতিশ্রুতিশীল পরিচয় দিয়েছেন, কিন্তু ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’-এর মতো সাম্প্রতিক চলচ্চিত্র দর্শকের সঙ্গে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।
তিনি দক্ষিণী সিনেমায় ‘দেবারা’ দিয়ে অভিষেক করেছেন এনটিআর জুনিয়রের সঙ্গে এবং পরিকল্পিত একটি আল্লু অর্জুন প্রজেক্টের জন্য ৭ কোটি টাকা দাবি করছেন। কিন্তু ভেতরের সূত্র জানাচ্ছে, এখন তিনি এক ধাপ পেছনে সরে যাচ্ছেন, নিজের পথ পুনর্মূল্যায়ন করছেন এবং নতুন কিছু স্বাক্ষর করার আগে বিবেচনা করছেন।
এই বিরতি কৌশলগতভাবে নেওয়া হতে পারে, যাতে জাহ্নবী তাঁর ইমেজ পুনঃসংজ্ঞায়িত করতে পারেন এবং তাঁর পারিবারিক উত্তরাধিকার অনুযায়ী প্রভাবশালী ভূমিকা তৈরি করতে পারেন।
আইকে/টিএ