ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ১২ দিনের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পর ওয়াশিংটনের ওপর আস্থা স্থাপন করার কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আলোচনার পুনরায় শুরু বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) একটি অনলাইন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরাগচি বলেন, ১২ দিনের যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে দেশী ও প্রবাসী ইরানিদের মধ্যে যে জাতীয় ঐক্য উদ্ভূত হয়েছিল তা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। তিনি বলেন, ‘এ ধরনের ঐক্য সংরক্ষণ করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রস্তুতি থাকা মানেই ভবিষ্যতে যুদ্ধ হবে এমন নয়। প্রস্তুত থাকা যুদ্ধ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি যুদ্ধের জন্য প্রস্তুত না থাকো, তা ঘটবেই। কিন্তু প্রস্তুত থাকলে কেউই আক্রমণ করার সাহস করবে না।’
আরাগচি জোর দিয়ে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধতা প্রমাণের জন্য আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ভালো অভিজ্ঞতা হয়নি, যদিও আমরা সবসময় সততা বজায় রেখেছি এবং আলোচনার পথ খোলা রেখেছি। আমরা বিশ্বাস করি না এবং বিশ্বাসও করব না। কিন্তু বিশ্বাস না থাকলেও সাবধানতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব। আমরা এটি করেছি, কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া পাইনি। এইটাই তাদের প্রকৃতি। এখন এমন সময় যখন যোগাযোগের কোনো ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে না।’
সূত্র: মেহের নিউজ
ইএ/টিকে