বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারও কাছে যেতে হয় নাই, একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালতে যেতে হয় নাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ!
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল উচ্চ বিদ্যালয় মাঠে একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। ভবিষ্যতেই আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটিও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি বারবার আপনাদের কাছে আসবো। আপনাদের কথা শুনব। আপনাদের সমস্যাগুলো শুনব।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার প্রমুখ। এর আগে শুক্রবার সকাল থেকে মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সাবেক এই মন্ত্রী।
এসএস/টিএ