একসময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। নায়িকার বাড়ির নিচে ভোররাতে বাদশার গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে, ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাঁদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর! বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুলুকবাসী। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান নতুন করে বলিউডে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনা নিয়ে এযাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কা মুখ না খুললেও তাঁদের নিয়ে চর্চা আজও জারি।

সময়টা ২০০৬ সাল। ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ-প্রিয়াঙ্কা। সেসময়ে অনস্ক্রিন ‘ডন-রোমা’র রসায়ন যেমন দর্শকমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ বাড়িয়ে দিয়েছিল, তেমনই চর্চিত হয়েছিল তাঁদের অনস্ক্রিন সমীকরণ। মালয়েশিয়ায় ‘ডন’-এর শুটিং করাকালীন কীভাবে দেশি গার্ল-এর যত্ন নিয়েছিলেন বাদশা, সেসব ‘গসিপ’ তখন ‘টক অফ দ্য টাউন’। সেই প্রথম ১৫ বছরের কেরিয়ারে কোনও সহ-নায়িকার সঙ্গে শাহরুখের নাম জড়ায়! কারণ তার প্রাক্কালে ২০০৩ সালে ‘কফি উইথ করণ’-এ এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছিলেন কিং খানের প্রতি তাঁর মুগ্ধতার কথা। প্রিয়াঙ্কা বলেন, “শাহরুখ আমার সবথেকে প্রিয়। সূরয হুয়া মধ্যম গানে ওঁকে মারাত্মক সেক্সি লেগেছে দেখতে। ও আমার চিরকালীন ক্রাশ। ‘তোমাকে ভালোবাসি কিংবা বিয়ে করতে চাই…’ ব্যাপারটা সেরকম নয়। ও আমার অনুপ্রেরণার থেকেও বেশি। ওর সবকিছু আমার ভালো লাগে। শাহরুখ কোনওদিন ভুল করতেই পারে না।” তিন বছর বাদে ‘ডন’ ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে সেবিষয়ে শাহরুখকে জিজ্ঞেস করা হয়।

বাদশাকে প্রশ্ন ছোড়া হয়, ছবির এক সংলাপে আপনি প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলেন, ও কি বাস্তবেও তাই? উত্তরে কিং খান জানান, “প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।” তৎক্ষণাৎ পাশে বসা দেশি গার্ল প্রতিবাদ করে বলেন, “আমি ইদুঁরও নই, কারও পোষাও নই। অন্য কোনও ভালো জন্তুর সঙ্গে আমার তুলনা টানতে পারতে।” এরপরই শাহরুখ বলেন, “আচ্ছা তবে প্রিয়াঙ্কা আমার পোষা খরগোশ। আমি ওকে খুব, খুব ভালোবাসি। ওর ট্যালেন্টকে আমি সম্মান করি। ওর কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।” প্রায় দু’ দশক আগের সেই সাক্ষাৎকার বর্তমানে আবারও চর্চায়।
পিএ/টিএ