বলিউডের আলোচিত নায়িকা আলিয়া ভাটকে শীঘ্রই ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের একটি রহস্যময় সিনেমা চমুন্ডায় দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে। যদিও নির্মাতা আমর কৌশিক এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। তিনি ফিল্মফেয়ারের সঙ্গে আলাপে বলেন, সবকিছু গল্পের সময়রেখা অনুযায়ী চলে, আগে গল্প, পরে কাস্ট। এই মন্তব্য ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
ম্যাডক ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল স্ট্রী দিয়ে। এরপর ভেদিয়া, মুন্ঝ্যা ও থাম্মা দিয়ে এটি আরও জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই শক্তি শালিনী সিনেমার আভাস দেওয়া হয়েছে এবং চমুন্ডা বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। আলিয়া যদি চমুন্ডার সঙ্গে যুক্ত হন, তবে এটি ইউনিভার্সের জন্য নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে, আলিয়ার সময়সূচি খুবই ব্যস্ত। ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সে আলফা এবং সঞ্জয় লীলা ভন্সালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় কাজের সঙ্গে যুক্ত। চমুন্ডায় ভূতের সঙ্গে লড়াই করবে কি না, তা এখনও জানা যায়নি। তবে দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, এবং এই সংবাদ বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এমকে/টিকে