তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’ : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’। এতে নিহিত আছে নতুনভাবে জাতি গঠনের দিশা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঘরে ঘরে, জনে জনে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের প্রতি এমরান সালেহ প্রিন্স বলেন, এখন ঘরে বসে থাকার সময় নাই। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি বলেন, একটি দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে নির্বাচন করতে হবে। তার আগে পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের দলের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত আক্রমণ না করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান রইল। এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে, যাতে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে উঠে।

জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদানে বিএনপি নতুন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবনধারণের সুযোগ সৃষ্টি করবে, বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে।

প্রান্তিক কৃষকের জন্য ‘ফার্মার্স কার্ড’, প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষিত বেকারদের জন্য ‘বেকার ভাতা’, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে ‘এক কোটি নতুন কর্মসংস্থান’, ‘সবার জন্য চিকিৎসা, বিনা চিকিৎসায় মৃত্যু নয়’-সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব।

পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, হুমায়ূন কবীর, ইসহাক আলী মাস্টার, মনিরুজ্জামান স্বাধীন, সামসুল আলম শামস, আবু সিদ্দিক মোল্লা, তাজিকুল ইসলাম, মখলেসুর রহমান প্রমুখ।

এর আগে এমরান সালেহ প্রিন্স শনিবার সকালে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলার ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা দেন। বিকেলে একই জায়গায় আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আই গইজ্জম : শাহজাহান চৌধুরী Oct 26, 2025
img
মেয়ের অভিনয় নিয়ে নার্ভাস ছিলেন রঞ্জিত মল্লিক Oct 26, 2025
img
৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য নারীরা প্রস্তুত : পুতুল Oct 26, 2025
img

প্রশ্ন মাসুদ কামালের

তবে কি আওয়ামী লীগের ভয়েই এবার বিকলাঙ্গ ‘না ভোট’ Oct 26, 2025
img
শিক্ষক নিয়োগসহ ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি Oct 26, 2025
img
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার Oct 26, 2025
img
তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’ : প্রিন্স Oct 26, 2025
img
আ.লীগ নেতাদের দলে জায়গা দিতে বিএনপি নেতার আহ্বান Oct 26, 2025
img
‘প্রভাব খাটাইনি, কাউকে একবারও ফোন করিনি’, ভাইয়ের নিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব Oct 26, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের Oct 26, 2025
img
কুমিল্লায় এলডিপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২ Oct 26, 2025
img
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই Oct 26, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ Oct 26, 2025
img
‘ম্যায় হুঁ না’ খ্যাত অভিনেতা সতীশ শাহ আর নেই Oct 26, 2025
img
প্রক্টর অফিস ঘেরাওয়ের ঘোষণা সর্ব মিত্রের Oct 26, 2025
img
৩০০ ফিটে দৌড় প্রতিযোগিতার নামে ২২ লক্ষ টাকা হাতিয়ে উধাও ‘উড়াও বাংলাদেশ’ Oct 26, 2025
img
বিএনপির নেতাকর্মীরা নড়েচড়ে বসলেই সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে : ডা. জাহিদ Oct 25, 2025
img
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার Oct 25, 2025
img
বিএনপি ক্ষমতায় এলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে : শরিফ উদ্দিন জুয়েল Oct 25, 2025
img
শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: প্রেস সচিব Oct 25, 2025