বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’। এতে নিহিত আছে নতুনভাবে জাতি গঠনের দিশা।
শনিবার (২৫ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঘরে ঘরে, জনে জনে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের প্রতি এমরান সালেহ প্রিন্স বলেন, এখন ঘরে বসে থাকার সময় নাই। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
তিনি বলেন, একটি দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে নির্বাচন করতে হবে। তার আগে পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের দলের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত আক্রমণ না করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান রইল। এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে, যাতে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে উঠে।
জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদানে বিএনপি নতুন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবনধারণের সুযোগ সৃষ্টি করবে, বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে।
প্রান্তিক কৃষকের জন্য ‘ফার্মার্স কার্ড’, প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষিত বেকারদের জন্য ‘বেকার ভাতা’, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে ‘এক কোটি নতুন কর্মসংস্থান’, ‘সবার জন্য চিকিৎসা, বিনা চিকিৎসায় মৃত্যু নয়’-সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব।
পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, হুমায়ূন কবীর, ইসহাক আলী মাস্টার, মনিরুজ্জামান স্বাধীন, সামসুল আলম শামস, আবু সিদ্দিক মোল্লা, তাজিকুল ইসলাম, মখলেসুর রহমান প্রমুখ।
এর আগে এমরান সালেহ প্রিন্স শনিবার সকালে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলার ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা দেন। বিকেলে একই জায়গায় আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউটি/টিএ