আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে আগামী সংসদ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম আয়োজিত ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব।
আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।
শেখ হাসিনার অন্যতম দোসর ও সহযোগীরা যেন জুলাই সনদে স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সনদে অধ্যাপক ইউনূসকে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
‘একটু রিস্ক নিয়ে হলেও’ জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি জনগণের সামনে হাজির করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি।
এমকে/টিকে