এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লোবুচেতে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন বুধবার বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, অবতরণের সময় তুষারের উপর পিছলে গিয়ে হেলিকপ্টারটি একপাশে কাত হয়ে পড়ে ছিল।
হেলিকপ্টারের চালক বেঁচে গেছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগে থেকে পর্বতারোহীদের উদ্ধার করা হয়েছিল কিনা তা পরিষ্কার নয়।
সাইক্লোন-বাহিত তীব্র তুষারপাতের কারণে বুধবার এভারেস্ট অঞ্চলের নেপালী এবং চীনা উভয় দিকই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
নিম্ন উচ্চতায় বৃষ্টিপাত এবং উঁচু ট্রেইলগুলোতে ভারী তুষারপাতের কারণে কর্মকর্তারা বর্তমানে অনেকগুলো ট্রেকিং রুট পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছেন।  
আইকে/এসএন