আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না, ফেসবুকে কেন বললেন নিগার?
মোজো ডেস্ক 12:51PM, Nov 04, 2025
দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সঠিক চিকিৎসার অভাবে অনেককেই অকালে প্রাণ হারাতে হয়। অনেকে তো হাসপাতালেই ভুগতে থাকেন দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, এমন কষ্ট পাওয়ার চেয়ে ভালো সরাসরি মৃত্যুবরণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন জ্যোতি।
ফেসবুকে তিনি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশী প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।’