ভারতের চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা ও বহুমুখী প্রতিভার কারণে আলাদা জায়গা করে নিয়েছেন মিঠুন চক্রবর্তী।
নাচ, অভিনয়, সংলাপ- সব ক্ষেত্রেই তিনি প্রতিভার ছাপ রেখেছেন। ‘ডিস্কো ড্যান্সার’ থেকে শুরু করে ‘মৃগয়া’ পর্যন্ত, প্রতিটি চরিত্রে তিনি দর্শকদের মনে জাগিয়ে তুলেছেন নিজস্ব ভাব ও আবেগ। কিন্তু এই খ্যাতি ও সাফল্যের পেছনে যে কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তার গল্প রয়েছে, তার মূল উৎস খুঁজে পান তিনি নিজের বাবার মধ্যে।
মিঠুন একসময় মনে করতেন, তাঁর জীবনের সবচেয়ে বড় ‘ভিলেন’ হলেন বাবা। ছোটবেলায় বাবার কড়া শাসন ও নিয়ম তাঁকে কখনও কখনও নিজের স্বপ্নের পথে বাধা হিসেবে মনে হতো। অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করা তখন দূরের স্বপ্ন। বাবা সবসময় বলতেন, “জীবনে স্থির থাকো, স্বপ্নে নয়, বাস্তবের মাটিতে দাঁড়াও।” সেই কঠোর নির্দেশগুলো তখন আঘাতের মতো মনে হতো।
কিন্তু বছর কেটে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মিঠুন বুঝতে পারলেন-বাবার সেই কঠোরতাই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি বাবা কড়া না হতেন, হয়তো আজকের মিঠুন চক্রবর্তী হতেন না। বাবার শাসন ও ধমকেই তিনি শিখেছিলেন লড়াই করতে, কখনও হার না মানতে এবং নিজের জায়গা তৈরি করতে।
আজ মিঠুন স্বীকার করেন, “এক সময় মনে হয়েছিল বাবা আমার জীবনের ভিলেন। এখন বুঝি, তিনি না থাকলে আমি কিছুই হতাম না।”
এই উপলব্ধি প্রমাণ করে, একজন বাবার কঠোরতা অনেক সময় সন্তানের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়।
টিএম/টিকে