আগামী ৩ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ জানুয়ারি আয়োজিত মহাসমাবেশ সফল করতে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব আবদুর রব, জনাব মোবারক হোসাইন, জনাব আবদুস সাত্তার, জনাব আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, জনাব নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।
সভায় মহাসমাবেশ বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সভা শেষে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কর্মসূচি শুরু হবে।
আইকে/টিএ