বলিউডে নতুন সম্ভাবনার আলোচনা জোরালো হচ্ছে সালমান খান ও পরিচালক জুটি রাজ ও ডিকেকে ঘিরে। উচ্চমাত্রার অ্যাকশন কমেডিতে এই সম্ভাব্য সহযোগিতা বাস্তবায়িত হলে তা হতে পারে দর্শকের প্রত্যাশিত ভিন্নধারার বড় সিনেমা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘ফারজি’র মতো সিরিজে থ্রিল, রসবোধ ও স্টাইলের অনন্য মেলবন্ধন দেখিয়ে ইতোমধ্যেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন রাজ ও ডিকে।
অন্যদিকে, সালমান খানের পর্দা দাপট ও কমিক টাইমিং বরাবরই দর্শকপ্রিয়। এই দুই শক্তির সংমিশ্রণে তৈরি হতে পারে এমন এক সিনেমা, যা প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন অভিজ্ঞতা দেবে। বর্তমানে পরীক্ষামূলক ও নতুন কনটেন্ট যখন বক্স অফিসে সাফল্য পাচ্ছে, তখন সালমান খানের জন্য এটি হতে পারে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই জুটি বাস্তবায়িত হলে অ্যাকশন কমেডি ঘরানায় নতুন মানদণ্ড তৈরি হতে পারে এবং বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও থাকবে প্রবল।
এবি/টিকে