ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির জন্য সাজছে তামিল সুপারস্টার বিজয় অভিনীত রাজনৈতিক অ্যাকশন চলচ্চিত্র ‘জন নয়াগণ’। জাতীয় দিবসের রিলিজ লক্ষ্য করলেও, ছবির ভবিষ্যৎ এখন মাদ্রাজ হাই কোর্টের হস্তক্ষেপের ওপর নির্ভর করছে। সেন্সর সার্টিফিকেটে স্থগিতাদেশ জারি হওয়ায় নির্মাতারা একটি গুরুত্বপূর্ণ শুনানির অপেক্ষায় রয়েছেন, যা ২৬ জানুয়ারি ছবিটি থিয়েটারে মুক্তি পাবে কি না, তা ঠিক করবে।

চলচ্চিত্রটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। বিজয়ের স্টার পাওয়ার, দেশপ্রেমভরা গল্প এবং জাতীয় দিবসের সময়ে মুক্তির পরিকল্পনা-সব মিলিয়ে ‘জন নয়াগণ’-এর সম্ভাবনা একটি বড় বক্স অফিস সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে এখন সব নজর কোর্টের রায়ে। যদি রায় নির্মাতাদের পক্ষেই আসে, তবে এই জাতীয় দিবসের সপ্তাহান্তে সিনেমা হলে বাজিমাত করতে প্রস্তুত এই ছবিটি।
ছবিটির পরিচালক এবং প্রযোজকরা ইতিমধ্যেই জানিয়েছেন, বিজয়ের একাধিক অ্যাকশন দৃশ্য এবং রাজনৈতিক থ্রিলার উপাদান দর্শকদের মুগ্ধ করবে। বক্স অফিসের সম্ভাবনার সঙ্গে সঙ্গে সিনেমার মুক্তি নিয়ে যে নাটক চলছে, তা নতুন করে উৎসাহ তৈরি করেছে দর্শক এবং বিনোদন বিশেষজ্ঞদের মধ্যে।
এমআই/টিএ