গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফয়সাল শেখ নামে এক ছাত্রলীগ নেতা। তিনি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধায় হাবিব সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফয়সাল শেখ বলেন, আমরা বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার ওপর কোনো ধরনের চাপ নেই। ছাত্রলীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এসএস/টিএ