তেলেগু চলচ্চিত্র জগতে দ্রুতই তরুণ দর্শকদের নতুন আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী আশিকা রঙ্গনাথ। অভিষেক চলচ্চিত্র আমিগোস-এর মাধ্যমে পরিচিতি পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ভারত মহাসয়ুলাকি বিজ্ঞপ্তি ছবিতে রবি তেজার বিপরীতে অভিনয় করে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন।
উৎসবকালীন একাধিক বড় ছবির তীব্র প্রতিযোগিতার মাঝেও আশিকা নিজের অভিনয় ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির মাধ্যমে আলাদা করে নজর কেড়েছেন। অনেক দর্শক ও সমালোচকের মতে, তার অভিনয়ে নতুনত্ব ও প্রাণবন্ততা ছবিটিকে বাড়তি আকর্ষণ দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে, তেলেগু চলচ্চিত্র শিল্পে নতুন এক তরুণ আইকন পেয়ে গেছে দর্শকরা।
যদিও কিছু সমালোচক মনে করছেন, আবেগপ্রবণ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে আশিকার আরও উন্নতির সুযোগ রয়েছে, তবুও তার সামনে থাকা কাজের তালিকা আশাব্যঞ্জক। মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে বিশ্বম্ভরা এবং তামিল ভাষার জনপ্রিয় ছবি সারদার ২-এ তার অংশগ্রহণ প্রমাণ করে, তিনি ধীরে ধীরে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে গড়ে তোলার পথে এগোচ্ছেন।
সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা ও ক্রমবর্ধমান তারকাখ্যাতির সমন্বয়ে আশিকা রঙ্গনাথ ইতোমধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছেন।ক্যারিয়ারের এই প্রারম্ভিক পর্যায়েই যে তিনি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, তা বলাই বাহুল্য।
এমআর/টিএ