চুয়াডাঙ্গায় গণভোটের প্রচারণায় এসে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ভোটের আগে কোনো অঘটন ঘটলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘গণভোটের প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই, দুর্নীতি চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সুশাসন থাকবে। সেই লক্ষ্যে একটি শক্ত ও কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। সরকার আসবে যাবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যাবে; কিন্তু সুশাসনের নীতিমালা বারবার পরিবর্তন করা যায় না।’
তিনি আরও বলেন, ‘এবার সময় এসেছে গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দেওয়ার। এতে যুগের পর যুগ একটি দলের একক শাসনের সুযোগ থাকবে না। তবে সংস্কারের বিপক্ষে মত থাকলেও সেটি প্রকাশের পূর্ণ সুযোগ থাকবে। সরকার কাউকে ‘হ্যাঁ’ ভোট দিতে কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না বলেও জানান তিনি।’
গণভোটের দায়িত্ব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই দায়িত্ব শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সব রাজনৈতিক দলকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘এই সংস্কারের মাধ্যমেই সব রাজনৈতিক দলের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত হবে। যেসব দলের ৫৪ বছরেও সংসদে যাওয়ার সুযোগ হয়নি, তাদের জন্যও সম্ভাবনার দরজা খুলছে। এতে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে উঠবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবেই। সে লক্ষ্যেই সরকারের সব প্রস্তুতি এগোচ্ছে। তবে এর মধ্যে যদি কোনো ধরনের অঘটন ঘটে, তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসএস/টিএ