আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। তারই ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলায় যুবলীগ ও খেলাফত আন্দোলনের ১১ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দুয়া-আটপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলামের নেতৃত্বে ১০ জন এবং উপজেলার মোজাফারপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আ. রউফ বেপারীসহ মোট ১১ জন নেতাকর্মী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
নতুন যোগদানকারীদের মধ্যে হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলাম। বর্তমানে দেশে জাতীয় নির্বাচনী হাওয়া বইছে। সেই নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।
অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের নমিনী রফিকুল ইসলাম হিলালী নতুন যোগদানকারীদের স্বাগতম জানিয়ে বলেন, সারা দেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইছে।
এমনি একটা সময়ে আপনারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন, যা বিএনপি তথা আমার নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ কেন্দুয়া গড়াই আমাদের লক্ষ্য।
এসএস/টিএ