কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার আমানগন্ডা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র জানায়, জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এবি/টিএ